Views Bangladesh Logo

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় প্রিয়তি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি এবার হাজির হয়েছেন মর্যাদাপূর্ণ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায়। আয়ারল্যান্ডের খ্যাতনামা ডিজাইনার ক্লেয়ার গারভির নকশা করা পোশাকে লালগালিচায় তার পদচারণ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

ফেস্টিভ্যালের প্রথম দিন প্রিয়তি যে পোশাক পরেন, সেটি সাসটেইনেবল থিমে নকশা করা। পোশাকটির অনুপ্রেরণা এসেছে আইরিশ সমুদ্রদেবী ক্লায়োডনা থেকে। পুনর্ব্যবহৃত ফেব্রিক, স্ট্রবেরি চাষে ব্যবহৃত পুরোনো জিনিসপত্র এবং মুক্তার প্রতীকে সাজানো পোশাকে ছিল ব্যতিক্রমী আবেদন।

অন্যদিকে, ‘দ্য লাস্ট ভাইকিং’ সিনেমার প্রিমিয়ারে প্রিয়তি পরেন ক্লিওপেট্রা-প্রাণিত গাউন। এতে ব্যবহৃত কাপড় রাঙানো হয়েছে প্রাচীনকালে ভেনিস ও মিসরের বাণিজ্যিক সম্পর্কের প্রতীক হিসেবে মসলা থেকে তৈরি অর্গানিক রঙে। পুনরুদ্ধার করা প্লাস্টিক ও আসবাবের কাপড় ব্যবহার করে বানানো হয়েছে মাথার অলংকার।

প্রিয়তির এই দুটি ভিন্নধর্মী পোশাক লালগালিচায় তাকে এনে দিয়েছে অনন্য মর্যাদা ও আভিজাত্যের ঝলক।

১৯৩২ সালে যাত্রা শুরু হওয়া ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব। ইতালির ভেনিস শহরে আয়োজিত এ আসরকে চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে ধরা হয়। এবারের ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ আসরের লালগালিচা ছিল তারকাদের পদচারণায় মুখর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ