ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় প্রিয়তি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি এ বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে লালগালিচায় নজর কেড়েছেন। খ্যাতিমান আইরিশ ডিজাইনার ক্লেয়ার গারভির নকশা করা পোশাকে তিনি শুধু সৌন্দর্যেই নয়, টেকসই ফ্যাশনের বার্তাতেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
উৎসবের উদ্বোধনী দিনে প্রিয়তি পরেছিলেন আইরিশ সাগরের দেবী ‘ক্লিওনা’ থেকে অনুপ্রাণিত পোশাক। পুনর্ব্যবহৃত কাপড়, স্ট্রবেরি চাষের পুরোনো কাঠামো ও মুক্তার নকশা দিয়ে তৈরি এই পোশাকটিতে যেমন সাগর ও প্রকৃতির প্রতি যত্ন ও সুরক্ষার বার্তা ফুটে উঠেছে, তেমনি মুক্তা যুক্ত হয়েছে জ্ঞান ও সৌন্দর্যের প্রতীক হিসেবে।
এরপর দ্য লাস্ট ভাইকিং চলচ্চিত্রের প্রিমিয়ারে তিনি হাজির হন ক্লিওপেট্রা-প্রাণিত গাউনে। এতে ব্যবহৃত কাপড় রাঙানো হয়েছে প্রাচীনকালে ভেনিস ও মিসরের বাণিজ্যিক সম্পর্কের প্রতীক হিসেবে মসলা থেকে তৈরি অর্গানিক রঙে। তার মাথার অলঙ্কৃত মুকুট বানানো হয়েছিল উদ্ধার করা প্লাস্টিক ও পুরোনো আসবাবের কাপড় দিয়ে, যা পোশাকে ভিন্ন মাত্রা যোগ করেছে। এছাড়া লালগালিচায় প্রিয়তির মানানসই লুক ও চুলের নজরকাড়া স্টাইল করেছেন ক্রিস্ট্রিনা জয়।
এই দুটি বিশেষ পোশাক শুধু প্রিয়তির অভিনব রুচিকেই নয়, পরিবেশবান্ধব ফ্যাশনের প্রতিও তার দায়বদ্ধতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।
১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। এর ৮২তম আসর শুরু হয়েছে ২৭ আগস্ট, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় লালগালিচায় হাজির হবেন বিশ্বের নানা প্রান্তের তারকারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে