রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ হোটেল এক্স রাজশাহীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ এবং উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবসায়িক পর্যালোচনা সভায় ঈশ্বরদী, পাবনা, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁসহ অত্র এলাকার শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির জন্য সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে