আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আলাস্কার উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে স্যান্ড পয়েন্টের দক্ষিণে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এই কম্পন ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি বিশ্লেষণ করে তা সতর্কতা থেকে পরামর্শে নামিয়ে আনা হয় এবং স্থানীয় সময় বিকেল ২টা ৪২ মিনিটে সতর্কতা পুরোপুরি বাতিল করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্যান্ড পয়েন্ট এলাকায় প্রায় ০ দশমিক ২ ফুট উচ্চতার একটি ছোট ঢেউ রেকর্ড করা হয়েছে। অ্যানকোরেজ শহরে ভূকম্পনের কম্পন অনুভূত হলেও সুনামির কোনো হুমকি সেখানে ছিল না।
এক বিবৃতিতে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, 'সুনামির প্রভাব খুবই সীমিত ছিল। তবে সতর্কতার স্বার্থে উপকূল, খাড়ি, নৌঘাট ও জলাভূমির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।'
ভূমিকম্পের পর উপকূলীয় গভীর সমুদ্রে বসানো কিছু ভাসমান যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে, যা ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি এবং সুনামির সম্ভাবনার ইঙ্গিত দেয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরবর্তী কম্পনের শঙ্কায় অঞ্চলটি এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আলেউশিয়ান দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ের অংশ হওয়ায় এই অঞ্চলে প্রায়ই ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। সাগরের নিচে ভূত্বকের স্তরগুলোর সক্রিয় চলাচলের কারণে এ ধরনের ভূমিকম্প ঘন ঘন দেখা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে