Views Bangladesh Logo

১৫ ঘণ্টা পরও বিদ্যুৎ পৌঁছায়নি হবিগঞ্জের মাধবপুরে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল পুরো জেলা। তবে রাতভর মেরামতের কাজ শেষে আংশিকভাবে চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সন্ধ্যা সোয়া ৭টার দিকে টানা বৃষ্টির মধ্যে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দের পর আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি ট্রান্সফরমার পুড়ে যায়, আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে পানির সংকট দেখা দিলে জেলার অনেক বাসিন্দা বাধ্য হয়ে গোসল ও গৃহস্থালীর কাজে পুকুরের পানি ব্যবহার করেন। বিদ্যুৎ না থাকায় ব্যাটারিচালিত যানবাহন চার্জ দিতে পারেননি ইজিবাইক চালকরা। ফলে শুক্রবার সকালে শহরে গণপরিবহনের চলাচল কমে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোরশেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি জানান, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘রাতভর জরুরি মেরামতের পর শুক্রবার রাত ৩টার দিকে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় আংশিকভাবে বিদ্যুৎ ফিরে আসে। পরে সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে এখনো মাধবপুর উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।’

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, জেলার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমানে একটি সচল ট্রান্সফরমারের মাধ্যমে মাত্র ৩০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে, তাও সীমিত আকারে চারটি উপজেলায়।

তিনি আরও জানান, দুটি ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারের মধ্যে একটি শুক্রবার সন্ধ্যার মধ্যে সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যটি সম্ভবত শনিবার থেকে সচল হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ