Views Bangladesh Logo

পর্তুগালে ফানিকুলার দুর্ঘটনায় নিহত ১৫, জাতীয় শোক ঘোষণা

র্তুগালের রাজধানী লিসবনে ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ঐতিহাসিক ‘এলেভাদর দা গ্লোরিয়া’ ফিউনিকুলার ট্রেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে খাড়া ঢাল বেয়ে নেমে আসে। পরে সেটি শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ট্রেনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যেই সবাইকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদা এ ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক' উল্লেখ করে বলেন, পুরো শহর শোকে স্তব্ধ। পর্তুগিজ সরকার বৃহস্পতিবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

১৮৮৫ সালে চালু হওয়া গ্লোরিয়া লাইনটি লিসবনের অন্যতম ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা, যা বছরে প্রায় ৩০ লাখ যাত্রী বহন করে। দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে লিসবনের সব ট্রাম সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনার পর আন্তর্জাতিক মহল থেকেও শোক জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরজুলা ফন ডের লায়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সহায়তায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা গভীর শোক প্রকাশ করে দ্রুত দুর্ঘটনার কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ