ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগালও
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর একই দিনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিও চেয়েছে দেশটি।
রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়ে গাজায় দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ এবং সেখানে অবৈধ বসতি স্থাপনে ইসরায়েলের নিন্দা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল ।
নিউইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের পাওলো র্যাঞ্জেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হল পর্তুগিজ পররাষ্ট্রনীতির মৌলিক ও অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই গাজায় চলমান মানবিক বিপর্যয় দূর হবে না মন্তব্য করে তিনি বলেন, এজন্য অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি।
পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই-রাষ্ট্রীয় সমাধানকে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে সমর্থন করে তার দেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে