Views Bangladesh Logo

১২ ফেব্রুয়ারিতেই পাবনার দুটি আসনে নির্বাচন: আপিল বিভাগ

নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে ইসি যে গেজেট জারি করেছিল, সেই গেজেটের ভিত্তিতেই নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে গণ্য করা হবে।

এর আগে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে সেগুলোকে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন।

আপিল বিভাগের এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী নির্ধারিত সীমানাতেই নির্ধারিত সময় অনুযায়ী ভোট আয়োজনের পথ পরিষ্কার হলো।

এদিকে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে এবং নির্ধারিত তারিখেই পাবনার দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ