Views Bangladesh Logo

যদি জয়ী হই, আমাকে না জানিয়ে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত নেতা সেলিম

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে তাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না। কারও বাড়িতে যেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, সিলেটের মানুষের আত্মসম্মানবোধ আছে। পুলিশ কারও বাড়িতে যাওয়া মানে তার বংশের সম্মানে আঘাত করা। অথচ কিছু থানার দালাল দারোগাদের ব্যবহার করে মামলার নামে বাণিজ্য করছে। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই দুই উপজেলায় আমাকে না জানিয়ে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না।

তিনি আরও বলেন, যেতে হলে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। যার বাড়িতে যাচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে—এই প্রমাণ ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা কারও বাড়িতে যাবে না। এটা আমি ফাইনাল কথা বলে দিলাম।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়ি যেতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। তা না হলে ব্যাংক থেকে টাকা নিয়ে কিংবা বাজার করে বাড়ি ফিরতেও নিরাপদ থাকা যাবে না।

রাজনৈতিক চাঁদাবাজির সমালোচনা করে জামায়াত নেতা বলেন, কেউ বাড়ি বানাচ্ছে, দোকান দিচ্ছে—সেখানে গিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে বা পেট্রোল পাম্প দিচ্ছে—তেল কিনে টাকা না দিয়ে চলে যাওয়া হচ্ছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আর কেউ এসব করার সুযোগ পাবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো নিরীহ ব্যবসায়ী বা সাধারণ মানুষের গায়ে হাত তুললে সেটাকে আমার ওপর হাত তোলা হিসেবে দেখব। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলব।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক। এ ছাড়া স্থানীয় জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ