Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২ থেকে আটক সন্দেহভাজন সেই কিশোরকে ছেড়ে দিলো পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোর নির্জন আমিন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তাকে ধানমন্ডি থানা থেকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে। আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

সন্দেহভাজন কিশোরকে যাচাই–বাচাই শেষে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ