জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫টি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, হেলমেট এবং বিপুল পরিমাণ তামাক কার্টিজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেক্টর-৭-এর বুনিয়া সোহেলের বাসার কাছের একটি ভবনের ছাদ থেকে এসব ককটেল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে কাউন্টার টেররিজম ইউনিট ডাকা হয়৷
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে