Views Bangladesh Logo

তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ খাম সেঁটে উধাও বাইকার, তদন্তে পুলিশ

রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী ‘রহস্যময়’ একটি খাম সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে। সে সময় তারেক রহমান টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ২৫০ মডেলের বুলেটপ্রুফ গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী (সিএসএফ) গাড়িটির সামনে ও পেছনে নিরাপত্তা বলয় তৈরি করে চলাচল করছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গুলশান বিভাগ) রওনক আলম রোববার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে গাড়ির পাশে এসে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম গাড়ির গায়ে সেঁটে দেন এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যান। খামের ভেতরে কী ছিল, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে ফুটেজগুলো স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা আরও জানান, খামটি এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং বর্তমানে তা তারেক রহমানের নিরাপত্তা বাহিনী (সিএসএফ)-এর হেফাজতে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ