Views Bangladesh Logo

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছে বিক্ষোভকারীরা।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ উত্তর বাড্ডা এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পরে মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে অংশ নেন।

এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ