সারা দেশে বিশেষ অভিযানে এক দিনে ১৮৮০ জন গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ২৯৫ জন বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি। বাকি ৫৮৫ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শহাদাত হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অস্ত্রও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, তিনটি দেশীয় পাইপগান, তিনটি দা, ছয়টি ছুরি, দুটি বার্মিজ ছুরি, ছয়টি হালকা বন্দুক, নয় রাউন্ড গুলি, একটি কুড়াল ও একটি লোহার রড।
পুলিশ জানায়, অপরাধমূলক কার্যকলাপ দমনে এবং জননিরাপত্তা বজায় রাখতে দেশব্যাপী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে