Views Bangladesh Logo

দেশেই ভালো চিকিৎসা পেলে রোগীরা বিদেশে যাবেন না: আসিফ নজরুল

চিকিৎসকদের দেশেই ভালো চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘তাহলেই আর কোনো রোগী বিদেশে যাবেন না। আপনাদের চিকিৎসা দেয়ার সক্ষমতা আছে, করোনাকালেই প্রমাণ করেছেন। জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন’।

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‌‘কেন মানুষ চিকিৎসা নিতে বিদেশে যান? বিরক্ত ও নিরুপায় হয়েই যান। ভারত, ব্যাংককে এমন রোগীও যান, যারা কখনও ঢাকায় আসেননি। তাদের যাওয়া বন্ধ করেন। এখানে সেবা দিলে মানুষ কখনোই বিদেশে যাবেন না’।

‘আপনাদের মতে, ৪-৫ বিলিয়ন ডলারের বাজার আছে। এই বাজার আপনারা নিতে পারেন না?’- প্রশ্ন তোলেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা বলেন, ‘টেস্টের ফলাফল ভুলের পাশাপাশি নার্স ও হাসপাতালের কর্মচারীদের ব্যবহার খারাপ বলেও অভিযোগ আসছে। তারা ক্ষিপ্ত হয়ে থাকেন, ভালো সেবা দিতে চান না। কারণ, নার্সদের বেতন মাত্র ১২ হাজার টাকা। তারা কীভাবে ভালো সেবা দেবেন?’।

তিনি বলেন, ‘আপনারা কি কম টাকা লাভ করেন? নার্সদের ভালো বেতন দিতে পারেন না? কর্মীর যদি বেতন বাড়িয়ে দেন সামান্য লাভ থেকে কত টাকা চলে যাবে? যদি ১০০ কোটি টাকা লাভ করেন, তাহলে ১০ শতাংশ কম লাভ হয়। এর বিনিময়ে সেই কর্মী যে সেবা দেবেন, সেটি দিয়েই পূরণ হয়ে যায়’।

আসিফ নজরুল বলেন, ‘গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেয়ার প্রক্রিয়া বন্ধ করা দরকার। আর নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন? পৃথিবীতে কোন জায়গায় প্রাইভেট ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? এ দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী?’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ