উড়োজাহাজে মৃত্যুর পর নিখোঁজ যাত্রীর মৃতদেহ
তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মৃত্যুবরণকারী ৮৩ বছর বয়সী এক যাত্রীর মৃতদেহ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে বিমান অবতরণের পর কী ঘটেছিল তা ঘিরে।
১৩ জুলাই ইস্তাম্বুল থেকে শিকাগো অভিমুখে যাত্রা করা ফ্লাইট টিকে৭৯-এ ওই অজ্ঞাতপরিচয় যাত্রী মাঝ আকাশে গুরুতর শারীরিক সমস্যায় পড়েন। ঘটনাটি ঘটে যখন বিমানটি গ্রিনল্যান্ডের আকাশসীমায় অবস্থান করছিল। জরুরি পরিস্থিতি সত্ত্বেও, ফ্লাইটটি গন্তব্য শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকেই অগ্রসর হয়, যেখানে এমন পরিস্থিতি মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে অ্যাভিয়েশন সংবাদমাধ্যম এভিয়েশন এ২জেড।
বিমানটি অবতরণের আগেই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। তার্কিশ এয়ারলাইন্স জানায়, বিমান অবতরণের পর মৃতদেহটি নামিয়ে এনে সান ফ্রান্সিসকোগামী আরেকটি ফ্লাইটে স্থানান্তর করা হয়।
তবে সান ফ্রান্সিসকো মেডিকেল এক্সামিনার্স অফিস জানায়, তারা ওই মৃতদেহ কখনোই গ্রহণ করেনি। স্থানীয় সংবাদমাধ্যম SFGATE নিশ্চিত করেছে, অফিসটির কাছে মৃতদেহের কোনো রেকর্ড নেই। এমনকি মৃত্যুর বা স্থানান্তরের কোনো দলিলপত্রও নেই।
শিকাগোর কুক কাউন্টি মেডিকেল এক্সামিনার্স অফিসও বলেছে, তারা এ সংক্রান্ত কোনো তথ্য জানে না।
এখন পর্যন্ত মৃত যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার মৃতদেহ কোথায় আছে তা এখনো অজানা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে