Views Bangladesh Logo

বেলুচিস্তানে বাসযাত্রীদের অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী একাধিক বাস থামিয়ে যাত্রীদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্ধ।

স্থানীয় প্রশাসনের মতে, নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা হওয়ায় তাদের অপহরণ করে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তা নাভিদ আলম জানান, অপহরণের পর নিহতদের গুলিবিদ্ধ মরদেহ পার্বত্য এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনাকে বর্বর সন্ত্রাস আখ্যা দিয়ে দাবি করেছেন, ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। তিনি বলেন, নিরীহ মানুষের রক্তপাতের কঠোর জবাব দেয়া হবে। তবে ভারতের পক্ষ থেকে এই অভিযোগের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এর আগেও এমন হামলার সঙ্গে জড়িত ছিল। খনিজসম্পদে ভরপুর আফগানিস্তান-ইরান সীমান্তবর্তী এই প্রদেশের অধিবাসীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ, বেলুচিস্তানের সম্পদ শোষণ করে তা পাঞ্জাবসহ অন্যান্য অঞ্চলের উন্নয়নে ব্যয় করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ