পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল
পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় সাউথ এশিয়া হিউমান রাইটস ফাউন্ডেশন পদক পেলেন সাংবাদিক, কলামিস্ট, গবেষক পারভেজ বাবুল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষ্যে এশিয়া হিউম্যান রাইস ফাউন্ডেশন ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বরণ্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করে। মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অন্যান্য গুণীজনের সঙ্গে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করে।
উল্লেখ্য, পারভেজ বাবুল ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সংবাদিকতায় পুরস্কার পেয়েছেন।
জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি, পরিবেশ এবং নারী উন্নয়ন কর্মী পারভেজ বাবুল। তাঁর কলম কথা বলে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের। তিনি ভারতের IMPRI Ges ASIA এর সম্মানিত Feminist Foreign Policy Fellow.
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রচুর লিখেছেন এবং এখনো লিখছেন।
তিনি ইংরেজিতে দ্য ডেইলি স্টার, ডেইলি অবজার্ভার, টাইমস অব বাংলাদেশ, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ মূলধারার পত্রিকায় তিন শতাধিক প্রবন্ধ লিখেছেন। আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলের একটি লেখা পাঠ্য হয়েছে; শিরোনাম: ‘Women Climate Change and Food Security Bangladesh’.
পারভেজ বাবুল একজন পরিবেশ-বান্ধব এবং নারী-বান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তাঁর লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা এগারোটি। তিনি জাতিসংঘের আমন্ত্রণে ২০১৬ সালে মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘের ইউএনএফসিসি (UNFCC) আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ ২২ এ অংশ নিয়ে বাংলদেশের প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপ পেয়ে বিভিন্ন বিষয় পত্রিকায় তুলে ধরতে তিনি কয়েকটি দেশ সফর করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি কাজ করেছেন বিশ বছরের অধিককাল। তিনি অধুমপায়ী; ধুমপান, মাদক এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে