পাকিস্তানে বিমানবাহিনীর বোমা হামলায় নিহত ৩০
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমানবাহিনী পরিচালিত এক হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সোমবার তিরাহ উপত্যকার দারা গ্রামে বিমানবাহিনী ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। হামলার পরপরই উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ থেকে নিহত ও আহতদের উদ্ধার করতে থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খাইবার পাখতুনখোয়াকে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘাঁটিতে পরিণত হয়েছে। ২০২১ সালের আগস্টে কাবুলে তালেবান শাসন ক্ষমতায় আসার পর থেকে টিটিপির সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যাে প্রাণহানি ঘটিয়েছে অন্তত ১৩৮ বেসামরিক ও ৭৯ পুলিশ সদস্যের।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিভাগের আঞ্চলিক উপপরিচালক ইসাবেলে ল্যাসি বলেন, 'সন্ত্রাসবাদ দমন ও নাগরিকদের নিরাপত্তা— দু’ক্ষেত্রেই পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে