Views Bangladesh Logo

করাচিতে মঞ্চস্থ রামায়ণ, প্রশংসিত পাকিস্তানি নাট্যদলের ব্যতিক্রমী উদ্যোগ

পাকিস্তানের নাট্যদল মউজ করাচির আর্টস কাউন্সিলে হিন্দুদের প্রাচীন মহাকাব্য রামায়ণের একটি নাট্যরূপ মঞ্চস্থ করেছে। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ব্যতিক্রমী প্রযোজনাটি গত সপ্তাহান্তে মঞ্চে আসে এবং তা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নাটকটির পরিচালক যোহেশ্বর কারেরা জানান, 'রামায়ণকে মঞ্চে জীবন্ত করে তোলা আমাদের জন্য সাহসী পদক্ষেপ ছিল। দর্শকদের এমন ইতিবাচক সাড়া প্রমাণ করে, পাকিস্তানি সমাজ অনেক বেশি সহনশীল। যতটা সাধারণভাবে ধারণা করা হয়, তার চেয়েও।'

নাট্যরূপে ব্যবহার করা হয়েছে লাইভ সঙ্গীত, রঙিন পোশাক, গতিময় আলোকসজ্জা ও চিত্রনাট্যনির্ভর মঞ্চসজ্জা। এসব উপাদান নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করেছে বলে মত দিয়েছেন সমালোচকরা।

চলচ্চিত্র ও নাট্য সমালোচক ওমায়ের আলভি বলেন, 'এই প্রযোজনাটিতে গল্প বলার যে আন্তরিকতা দেখেছি, তা মুগ্ধ করার মতো। রামায়ণ এমন একটি গল্প, যা কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়- এটি বিশ্বব্যাপী মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে।'

নাটকের প্রযোজক ও সীতা চরিত্রে অভিনয় করা রানা কাজমি জানান, 'আমাদের লক্ষ্য ছিল এই প্রাচীন কাহিনিকে নতুন আঙ্গিকে তুলে ধরা। রামায়ণের মতো একটি গল্পকে প্রযুক্তির সহায়তায় জীবন্ত করে তোলা এক অনন্য অভিজ্ঞতা।'

পাকিস্তানে একটি হিন্দু ধর্মীয় কাহিনিকে এমনভাবে মঞ্চে উপস্থাপন করাকে অনেকে সামাজিক সহনশীলতার দৃষ্টান্ত হিসেবেও দেখছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ