Views Bangladesh Logo

কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

স্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। এতে ৪০ জন নিহত ও অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, হামলাটি স্পিন বোলদাক সীমান্তবর্তী এলাকায় চালানো হয়। একইসঙ্গে নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় পাকিস্তানি স্থলবাহিনী আর্টিলারি হামলা চালায়, এতে বহু বাড়িঘর ও দোকান ধ্বংস হয়।

১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাতের পর ১৫ অক্টোবর থেকে দুদিনের যুদ্ধবিরতিতে গিয়েছিল পাকিস্তান ও আফগান সেনাবাহিনী। সেই বিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর দুপুরে, আর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে এ হামলা চালায় পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে—যা কাবুল অস্বীকার করে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ