Views Bangladesh Logo

পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। যা কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন মাত্রায় শক্তিশালী করবে বলে জানিয়েছে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অঞ্চল ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে স্পষ্ট করা হয়েছে, কোনো একটি দেশের ওপর আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ‘ঐতিহাসিক অংশীদারিত্ব’ এবং ‘অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা’র ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের আগে রিয়াদে বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। বর্তমানে শেহবাজ শরিফ সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে প্রশ্ন করা হলে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটি দীর্ঘ আলোচনার ফল এবং নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়। বরং এটি সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চুক্তিটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক কাঠামো, যা সব ধরনের সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য, এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক অসাধারণ যৌথ বৈঠকের দুই দিন পর। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরব ও ইসলামিক দেশগুলো ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায়। হামলাটি মূলত হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হয়, যখন তারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ