শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান
ঘূর্ণিঝড় ‘ডিতওয়াহ’-এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৪৫৬ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৬৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তান থেকে পাঠানো মানবিক ত্রাণের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফের সরকার।
এএফপি ও সিএনএন সহযোগী নিউজ–১৮-এর খবর অনুযায়ী, পাকিস্তান থেকে পাঠানো ত্রাণে ছিল চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্য প্যাকেটসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। সেগুলো পরীক্ষা করে শ্রীলঙ্কার কর্মকর্তারা বেশ কয়েকটি কার্টনে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য শনাক্ত করেন।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে 'অত্যন্ত উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ত্রাণের একটি প্যাকেটে মেয়াদোত্তীর্ণ হওয়ার সাল হিসেবে ‘২০২৪’ লেখা আছে। তবে পরে পাকিস্তান হাইকমিশনের এক্স অ্যাকাউন্টে ওই পোস্ট আর পাওয়া যায়নি।
এরইমধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের কাছে অসন্তোষ জানিয়েছে কলম্বো। বিশ্লেষকদের মতে, এই ঘটনা পাকিস্তানের জন্য বড় ধরনের বিব্রতকর, বিশেষত এমন সময়ে যখন দেশটি ভারত মহাসাগর অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি জোরদারের চেষ্টা করছে। শ্রীলঙ্কার কর্মকর্তাদের ভাষায়, পাকিস্তান যে মানবিক সহায়তার মান বা গুরুত্ব কতটুকু দেয়, তার ওপর এখন প্রশ্ন উঠছে।
ঘটনাটি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ‘অপমান’ ও ‘ত্রাণ কূটনীতির নামে ঠাট্টা’ বলে আখ্যা দিচ্ছেন। পাশাপাশি পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করার আহ্বানও জানাচ্ছেন তারা।
কর্মকর্তারা জানান, এই ঘটনার পর বিদেশ থেকে আগত ত্রাণ পরীক্ষার বিধি আরও কঠোর করা হয়েছে- বিশেষত সেসব দেশের ক্ষেত্রে, যাদের কাছ থেকে নিম্নমানের সহায়তা পাঠানোর নজির রয়েছে। অতীতেও পাকিস্তান ত্রাণ পাঠিয়ে সমালোচিত হয়েছে; ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের সময় গরুর মাংসের খাবার পাঠিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল ইসলামাবাদ।
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে চলমান পরিস্থিতিকে দেশের ইতিহাসের 'সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ' বলে উল্লেখ করে জরুরি অবস্থা জারি করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে