আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি
আবারও উত্তেজনা ছড়ালো আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে। শুক্রবার গভীর রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রয়টার্স জানায়, সংঘর্ষে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোল্ডাক এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, চামান সীমান্তে আফগান বাহিনী উসকানিহীন গুলি ছুড়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে মোশাররফ জাইদি বলেন, দেশটি পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং সীমান্তের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি সৌদি আরবে কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও কোনো সমাধান হয়নি। অক্টোবরের প্রাণঘাতী সংঘর্ষে উত্তেজনা বাড়ার পর আলোচনা শুরু হলেও দুই পক্ষই দুর্বল যুদ্ধবিরতি বজায় রাখতে বাধ্য হয়েছে। তার দুই দিন পরই এই নতুন সংঘর্ষ ঘটে।
ইসলামাবাদ দাবি করছে, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার মধ্যে আত্মঘাতী হামলাও রয়েছে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের নিরাপত্তার দায়িত্ব তাদের নয়।
গত অক্টোবরে হওয়া সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছিল, যা ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তের সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে বিবেচিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে