Views Bangladesh Logo

গাজায় মানবিক বিপর্যয় বন্ধে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি

ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক বিপর্যয় দ্রুত অবসানের জন্য বিশ্বের চার হাজারেরও বেশি বিজ্ঞানী ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী ও ৫ জন ফিল্ডস মেডেলপ্রাপ্ত খ্যাতনামা গণিতবিদও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় মানবিক সংকট প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে এক ধরনের দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।’

বিবৃতিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এবং জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যাননের কাছে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, ‘গাজার জনগণের চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়া, শিশুদের শিক্ষার সুযোগ কেড়ে নেয়া, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করা এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি প্রকাশ্য অবহেলা আমাদের গভীরভাবে স্তম্ভিত করেছে।’

বিজ্ঞানীরা হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে চালানো হামলা ও জিম্মিদের ওপর অমানবিক আচরণেরও নিন্দা জানিয়ে হামাসকে আহ্বান জানান, জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে। তবে একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, নিরীহ মানুষ হত্যা বা শিশুদের মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজায় ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে এক বছরের কম বয়সী অন্তত এক হাজার শিশু রয়েছে। এসব ঘটনাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।

মানবতার কল্যাণে কাজ করা বিজ্ঞানীদের দাবি, ‘এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। বিশ্বজুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাই, তারা যেন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে এই ট্র্যাজেডি বন্ধ করে।’

বিবৃতিতে ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ আলেসিও ফিগালি (ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড) এবং ডেভিড বি মামফোর্ড (হার্ভার্ড ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস, যুক্তরাষ্ট্র) স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ইউরোপের বিজ্ঞানীরা সর্বাধিক, আর দ্বিতীয় সর্বাধিক স্বাক্ষরকারী বিজ্ঞানী রয়েছেন উত্তর আমেরিকা থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ