নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা: তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ
নাইজেরিয়ার উত্তর–মধ্যাঞ্চলে অবস্থিত নাইজার অঙ্গরাজ্যের একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে সেন্ট মেরিস স্কুলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণ–অপহরণের ঘটনা।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার তথ্য অনুযায়ী, মোট ৩০৩ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিখোঁজ রয়েছেন। হামলার সময় কয়েকজন পালিয়ে যেতে পারলেও পরে আরও ৮৮ জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বন্দুকধারীরা। অপহৃতদের বেশিরভাগের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে।
ঘটনার পর অভিভাবকদের সঙ্গে সাক্ষাতে নাইজার অঙ্গরাজ্যের ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন চ্যাপ্টারের চেয়ারম্যান বুলুস দাউওয়া ইয়োহান্না বলেন, 'এটি অত্যন্ত ভয়াবহ। নিরাপত্তাহীনতার কারণে শিশুদের ভবিষ্যৎ বিপদের মুখে পড়ছে।'
এ ঘটনার পর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে এবং বনাঞ্চলে তল্লাশি অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ফের স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে সোমবার কেব্বি রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি মুসলিম ছাত্রীকে অপহরণ করা হয়। একই সপ্তাহে দক্ষিণের কোয়ারা রাজ্যের একটি গির্জায় হামলায় দু’জন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা প্রচণ্ড উদ্বেগে দিন কাটাচ্ছেন। এক নারী জানান, তার ৬ ও ১৩ বছর বয়সী দুই ভাতিজিকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি বলেন,'আমি শুধু চাই ওরা নিরাপদে ঘরে ফিরে আসুক।'
অন্যদিকে অপহৃত এক শিক্ষার্থীর বোন, কনটেন্ট ক্রিয়েটর ইজে গ্লোরিয়া চিডিনমা বলেন,'আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। সত্যি কথা বলতে, কর্তৃপক্ষের ওপর কোনো আস্থা নেই।'
নাইজার রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঝুঁকি সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পাওয়ার পর সব আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেন্ট মেরিস স্কুল সেই নির্দেশ অমান্য করে শিক্ষা কার্যক্রম চালু রাখে।
বিবৃতিতে বলা হয়,'দুঃখজনকভাবে স্কুল কর্তৃপক্ষ রাজ্যের নির্দেশনা উপেক্ষা করেছে, যার ফলে শিক্ষার্থী ও কর্মীদের বড় ধরনের ঝুঁকিতে ফেলা হয়েছে।'
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে