বিমানবন্দরসহ নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেইল বার্তা পাঠিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা ৮ মিনিটে একযোগে ৩০০ স্কুলের ইমেইল আইডিতে এই হুমকি দেয়া হয়।
হুমকি দেয়া স্কুলগুলোর মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।
দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
হুমকি দেয়া মেইলবার্তায় বলা হয়েছে, ‘স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”
নিজের পরিচয় দিতে গিয়ে হুমকিদাতা আরও বলেন, ‘আমাকে কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।’
এ বিষয়ে দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেন, ‘মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয় কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’
উল্লেখ্য, সম্প্রতি রাজধানী দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইলবার্তা আসার ঘটনা বেড়েছে। প্রায় এক সপ্তাহ আগেও ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলে একই ধরনের মেইল এসেছিল। তবে সে সময়ও তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু মেলেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে