সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৬ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এসব অভিযানে সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে অংশ নেয়।
বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৬০ জন নারী। এদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে