পাকিস্তানের হামলায় ২০০ তালেবান নিহতের দাবি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাল্টা অভিযানে ২০০-এর বেশি তালেবান ও তাদের সহযোগী নিহতের দাবি করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ১১ ও ১২ অক্টোবরের রাতে আফগান ভূখণ্ড থেকে তালেবান ও ‘ভারতীয় সমর্থিত’ ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী সীমান্তজুড়ে অপ্রত্যাশিত হামলা চালায়।
আইএসপিআর দাবি করেছে, ‘কাপুরুষোচিত’ এই হামলা পাকিস্তানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ ছিল। তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সেনারা পাল্টা অভিযান চালায় এবং তালেবান বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে।
বিবৃতিতে বলা হয়, আফগান ভূখণ্ডে থাকা সন্ত্রাসী ঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র এবং ফিতনা আল খাওয়ারিজ, ফিতনা আল হিন্দুস্তান ও আইএসকেপি নেটওয়ার্কে লক্ষ্যভিত্তিক বিমান ও স্থল হামলা চালানো হয়েছে। এতে ২০০-এর বেশি তালেবান নিহত ও বহুজন আহত হয়েছেন।
আইএসপিআর জানায়, অভিযানে তালেবানদের একাধিক ঘাঁটি ও সদর দপ্তর ধ্বংস হয়েছে, পাশাপাশি সীমান্তের ভেতরে তাদের ২১টি চৌকি সাময়িকভাবে দখল করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জন্য সরাসরি তালেবান সরকার এবং ভারতকে দায়ী করেছে।
আইএসপিআর বলেছে, “তালেবান সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসীদের সহায়তা করছে। ভারত ও তালেবানের অস্থিতিশীলতার ষড়যন্ত্র চলতে থাকলে, পাকিস্তানও নিজের জনগণের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে