Views Bangladesh Logo

গাজায় তিন মাসের যুদ্ধবিরতিতেও ১০০ শিশু নিহত: জাতিসংঘ

তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের জানান, অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের হত্যা করা হয়েছে আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণসহ বিমান হামলা ও ড্রোন হামলার মাধ্যমে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ