Views Bangladesh Logo

বিবিসির বিরুদ্ধে ইসরায়েলপন্থী এজেন্ডা প্রচারের অভিযোগ শতাধিক কর্মীর

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ইসরায়েলপন্থী এজেন্ডা প্রচার এবং ফিলিস্তিন-বিরোধী পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মী। তাদের সঙ্গে এই অভিযোগে সংহতি প্রকাশ করেছেন আরও প্রায় ৩০০ জন গণমাধ্যমকর্মী ও শিল্পী।

বুধবার (২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ ও ‘ডেডলাইন’ ম্যাগাজিনে প্রকাশিত উন্মুক্ত চিঠিতে এই অভিযোগগুলো তোলা হয়। চিঠিতে বিবিসির শীর্ষ নেতৃত্বকে ইসরায়েল-সম্পর্কিত সংবাদে সেন্সরশিপ চাপিয়ে দেয়া এবং দেশটির সরকার ও সামরিক বাহিনীর প্রচারযন্ত্র হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

চিঠিতে বিশেষভাবে সমালোচনা করা হয়েছে বিবিসির সাম্প্রতিক একটি সিদ্ধান্তের। গাজা নিয়ে তৈরি ‘গাজা: ম্যাডিক আন্ডার ফায়ার’ তথ্যচিত্র বিবিসির প্রচার না করার সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে।

এছাড়া ফিলিস্তিন সংকটে যুক্তরাজ্য সরকারের ভূমিকা, বিশেষ করে অস্ত্র বিক্রি ও আইনি দায়-দায়িত্ব নিয়ে যথাযথ বিশ্লেষণ না করার অভিযোগও আনা হয়েছে বিবিসির বিরুদ্ধে।

চিঠিতে বলা হয়, ‘২০২৩ সালের অক্টোবর থেকে স্পষ্ট হয়ে উঠেছে, ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক বিবিসির প্রতিবেদন তাদের নিজস্ব সম্পাদনা নীতিমালার মান পূরণ করে না। গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে, তার সঙ্গে বিবিসির কভারেজের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। বিশ্বস্ত অন্যান্য সংবাদমাধ্যমের তুলনায় এই ব্যবধান আরও বেশি চোখে পড়ে’।

চিঠিতে সই করা কর্মীরা আশঙ্কা প্রকাশ করেন, বিবিসির সম্পাদনা সিদ্ধান্তগুলো দিন দিন বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যকে প্রাধান্য দিচ্ছে।

যদিও বিবিসির কর্মীদের কেউই নাম প্রকাশ করেননি। তবে এই চিঠিকে সমর্থন জানিয়েছেন গণমাধ্যম ও বিনোদনজগতের কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা খালিদ আবদাল্লাহ ও মিরিয়াম মার্গোলিসও।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ