কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৭ জনের চাকরি স্থায়ীকরণের আদেশ বহাল
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৭ জন কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থায়ীকরণে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নামঞ্জুর করে সোমবার (২৫ আগস্ট) এই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি। চাকরিতে স্থায়ীকরণ বঞ্চিত ১৩৭ জন কর্মচারীর রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।
পরে আইনজীবী মো কাজল জানান, ২০১৬ সালে হাইকোর্টে রিটটি করেন ওই কর্মচারীরা। একই বছরের ১৫ জুন হাইকোর্টের রায়ে বলা হয়, এলজিইডির প্রকল্পভুক্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ধারা অনুসরণ করে স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওই কর্মচারীদেরও স্থায়ী করতে হবে। ১৭বিএলসি (এড)৯১-এ বর্ণিত ১১ দফা গাইডলাইনের আলোকে আদেশটি দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন হাইকোর্ট।
এরপর ১৫ তম বোর্ড সভায় পদগুলো বোর্ডের সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হলেও বাস্তবায়িত না হওয়ায় আদালত অবমাননার মামলা করেন কর্মচারীরা। পরে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিলটি করে সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে