তিনটি স্মার্টফোনের দাম কমালো অপো
জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বছরের মাঝামাঝি বাংলাদেশে তাদের বহুল বিক্রিত এ সিরিজের তিনটি স্মার্টফোনে মূল্যছাড় ঘোষণা করেছে। সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত এই ছাড়ে আরও সহজলভ্য হয়ে উঠছে অপোর স্মার্টফোন প্রযুক্তি।
অপো কর্তৃপক্ষ জানিয়েছে, অপো এ৫ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি) এখন পাওয়া যাচ্ছে ২৪,৯৯০ টাকা দামে, যা আগের তুলনায় ২,০০০ টাকা কম। এছাড়া, অপো এ৩ (৬ জিবি + ১২৮ জিবি) এখন পাওয়া যাচ্ছে ১৮,৯৯০ টাকায় (আগে ১৯,৯৯০ টাকা) এবং অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) এখন পাওয়া যাচ্ছে ১২,৯৯০ টাকায়, যার আগের দাম ছিল ১৩,৯৯০ টাকা।
অপোর পক্ষ থেকে জানানো হয়, এই অফারের মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরম্যান্স, টেকসই ডিজাইন ও আকর্ষণীয় ফিচার আরও সহজলভ্য হয়ে উঠবে।
অপো এ৫ প্রো বিশেষভাবে উপযোগী যারা শক্তিশালী পারফরম্যান্স ও কঠিন পরিবেশে টিকে থাকার মতো টেকসই ফোন খুঁজছেন। ফোনটিতে রয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং স্মার্ট এআই ক্যামেরা সিস্টেম, যার ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে এআই সিন রিকগনিশন, পোর্ট্রেট রিটাচিং ও এইচডিআর ইমেজিং।
অপো এ৩ প্রতিদিনের ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন। এতে রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ১,০০০ নিটস আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে। ফোনটির ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন ও অপ্টিমাইজড প্রসেসিং পাওয়ার ব্যবহারকারীদের জন্য কাজ ও বিনোদনের অভিজ্ঞতা আরও উন্নত করে।
অপো এ৩এক্স হলো সাশ্রয়ী দামে পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের অনন্য সংমিশ্রণ। এর কমপ্যাক্ট ডিজাইন ও নির্ভরযোগ্য ফিচার প্রতিদিনের ব্যবহারে ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, 'অপোতে আমরা সর্বাধুনিক স্মার্টফোন প্রযুক্তিকে আরও বেশি মানুষের নাগালে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সিরিজের এই মূল্যছাড় আমাদের সেই লক্ষ্য অর্জনের একটি পদক্ষেপ, যেখানে বাংলাদেশি গ্রাহকদের জন্য মানসম্মত ও টেকসই ডিভাইস সরবরাহই আমাদের অঙ্গীকার।'
অপোর নতুন মূল্যছাড়ের এই অফার এখন থেকে দেশজুড়ে সব অনুমোদিত অপো স্টোরে প্রযোজ্য। বিস্তারিত জানতে ভিজিট করুন অপোর অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/OPPOBangladesh অথবা ওয়েবসাইট www.oppo.com/bd।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে