Views Bangladesh Logo

বেশিরভাগ এলাকায় ফোরজি কাভারেজ নেই মোবাইল অপারেটরদের

সেবার মান যাচাইয়ে দেশের তিন জেলায় বিটিআরসির ড্রাইভ টেস্টে বেশিরভাগ এলাকায় ফোরজি নেটওয়ার্ক পাওয়া যায়নি। ড্রাইভ টেস্ট এলাকায় গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের ৫৮ শতাংশ এলাকায় ফোরজি কাভারেজ ছিল না যা বেসরকারি অপারেটরগুলোর মধ্যে সর্বোচ্চ। চলতি ২০২৫ সালের জুলাই মাসে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা জেলার মোট ৫৭৪ কিলোমিটার এলাকায় মাঠপর্যায়ে সরেজমিন মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান যাচাই করে বিটিআরসি।


কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালার মানদণ্ডে ড্রাইভ টেস্ট চালায় নিয়ন্ত্রণ সংস্থাটি। ড্রাইভ টেস্টে পাস-ফেল :


গ্রামীণফোন :
কল সেটআপ সাকসেস রেশিও: মানদণ্ড ৯৮ শতাংশ, বাস্তবে ৯৫.১৪ শতাংশ ।
কল সেটআপ টাইম: ২.৮৮ সেকেন্ড (মানদণ্ড সর্বোচ্চ ৮ সেকেন্ড)।
ডাউনলিংক থ্রুপুট: ২০.৯৯ এমবিপিএস (মানদণ্ড সর্বনিম্ন ১৫ এমবিপিএস)।
৪জি কাভারেজ: ৫৮ শতাংশ এলাকায় কাভাজের পাওয়া যায়নি।

বাংলালিংক :
কল সেটআপ সাকসেস রেশিও: ৯৬.২২ শতাংশ (মানদণ্ডের নিচে)।
কল সেটআপ টাইম: ২.১৪ সেকেন্ড (মানদণ্ডের মধ্যে)।
ডাউনলিংক থ্রুপুট: ২৯.০০ এমবিপিএস (মানদণ্ডের বেশি)।
৪জি কাভারেজ: ৪৯ শতাংশ এলাকায় কাভারেজ মেলেনি।

রবি :
কল সেটআপ সাকসেস রেশিও: সবচেয়ে খারাপ অবস্থা- মাত্র ৭৭.৩৭ শতাংশ ।
কল সেটআপ টাইম: ২.১৭ সেকেন্ড (মানদণ্ডের মধ্যে)।
ডাউনলিংক থ্রুপুট: ২১.৬০ এমবিপিএস (মানদণ্ডের বেশি)।
৪জি কাভারেজ: ৪১ শতাংশ এলাকায় কাভারেজ নেই।

টেলিটক:
কল সেটআপ সাকসেস রেশিও: ৯৮ শতাংশ মানদণ্ডের বিপরীতে মাঠপর্যায়ে ৯৭.২৩ শতাংশ ।
কল সেটআপ টাইম: সর্বোচ্চ ৮ সেকেন্ড হওয়ার কথা থাকলেও পাওয়া গেছে ১০.২৫ সেকেন্ড।
ডাউনলিংক থ্রুপুট: সর্বনিম্ন ১৫ এমবিপিএস হওয়ার কথা, বাস্তবে মাত্র ১০.৩৫ এমবিপিএস।
৪জি কাভারেজ: মোট ড্রাইভ টেস্ট এলাকার ৭৭ শতাংশের নিচে অর্থাৎ কাভারেজ মানদণ্ড পূরণ হয়নি।
রোলআউট বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতা ।


বিটিআরসির বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি অপারেটরদের ৪জি লাইসেন্স দেয়া হয়। গাইডলাইন অনুযায়ী লাইসেন্স প্রদানের ৫ বছরের মধ্যে (২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে) সারা দেশের উপজেলা, জাতীয় মহাসড়ক ও রেলপথে ৪জি সেবা নিশ্চিত করার বাধ্যবাধকতা ছিল; কিন্তু এখনো কোনো অপারেটরই পূর্ণাঙ্গভাবে সেই রোলআউট শর্ত পূরণ করতে পারেনি।


কী করতে চায় বিটিআরসি : ড্রাইভ টেস্ট পরিচালনা করা বিটিআরসি পরিদর্শকরা বলছেন, অবিলম্বে প্রয়োজনীয় এলাকায় বেস ট্রান্সসিভার স্টেশন স্থাপনে অপারেটরদের নির্দেশনা দেয়া যেতে পারে। এছাড়া ৪জি কাভারেজ বেঞ্চমার্ক ও রোলআউট অবলিগেশন পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৪ ধারা অনুযায়ী ব্যাখ্যা নেয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ