মেট্রো রেল কার্ডে অনলাইন রিচার্জ শুরু মঙ্গলবার
র্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জ ব্যবস্থা আগামী মঙ্গলবার, ২৫ নভেম্বর চালু হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দীন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে অনলাইন রিচার্জ ব্যবস্থার উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নিলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে