Views Bangladesh Logo

সিডনিতে রাশিয়ান কনস্যুলেটের গেটে গাড়ি ধাক্কা, চালক আটক

সিডনির উলাহারা এলাকায় রাশিয়ান কনস্যুলেটের গেটে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় একজন ব্যক্তিকে আটক করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার কিছুক্ষণ পরে কনস্যুলেটের ড্রাইভওয়েতে একটি অনুমোদনহীন গাড়ি দাঁড়িয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মকর্তারা। এ সময় তারা গাড়িচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি গাড়িটি চালিয়ে কনস্যুলেটের গেটের দিকে ধাক্কা মারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বারবার চালককে গাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা অস্ত্র বের করেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “সোমবার সকালে ঘটনাটি সত্যিই নাটকীয় ছিল।”

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাশিয়ান পতাকা সংলগ্ন কনস্যুলেটের ভেতরে একটি সাদা এসইউভি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার জানালা ভাঙা। চালককে গাড়ি থেকে বের হওয়ার জন্য পুলিশ সদস্যদেরকে চিৎকার করতে শোনা যায়।

পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ২৪ বছর বয়সী এক পুলিশ কনস্টেবল হাতে আঘাত পান।

এক নির্মাণ শ্রমিক জানান, তিনি পুলিশকে গাড়ির ছবি তুলতে দেখেছেন এবং পরে পুলিশের একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। পরে একটি ফ্ল্যাটবেড ট্রাকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেয়া হয়।

এ ঘটনার পর রাশিয়ান কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ ছিল, তবে পরে তা পুনরায় খুলে দেয়া হয়। বিষয়টি নিয়ে কনস্যুলেটের কর্মকর্তাদের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, “কনস্যুলেট বা স্থানীয় জনগণের জন্য বর্তমানে বা ভবিষ্যতে কোনো হুমকি নেই।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ