ঢাকায় নার্সদের বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ
দেশজুড়ে বিভিন্ন হাসপাতালের নার্সরা শনিবার (২২ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর বাতিল না করার দাবি এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের আহ্বান জানিয়ে।
সকাল প্রায় ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার নার্সের সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
প্রতিবাদের অংশ হিসেবে তারা টোপখানা রোডের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে যানবাহনগুলোকে বিজয়নগর–কাকরাইল ঘুরে নিতে বাধ্য হওয়ায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, পূর্বঘোষণা না থাকায় ওই এলাকা পার হতে তাদের ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়।
শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, “নার্সরা সড়ক ছেড়ে দিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে