Views Bangladesh Logo

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

 VB  Desk

ভিবি ডেস্ক

টুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের দায়িত্বে থাকা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ নোটিশটি জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময়ে নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন, যা ২০২৫ সালের সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির ১৫(ক) এবং ১৬(গ)(ছ) ধারার লঙ্ঘন।

এছাড়া নোটিশে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাত ৮টায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পাগলা বাজার সেল্টার, চরবোরহান নির্বাচনী অফিসে নুরের সমর্থকরা ভাঙচুর চালিয়ে কর্মী-সমর্থকদের আহত করেছেন, যা আচরণবিধির ৬(ক) ধারার পরিপন্থী। নোটিশে নুরকে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন হিসেবে প্রেরণ করা হবে না—তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দশমিনা, পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অস্থায়ী কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশ নুরের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আইনজীবী এ কে এম এনামুল হক (রতন) বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বিভিন্ন সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। পাশাপাশি তার সমর্থকরা বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও অফিসে ভাঙচুর করেছে। এ কারণে আমরা নির্বাচনী কমিটিকে আইনগতভাবে বিচার প্রার্থনা করছি এবং সুষ্ঠু বিচার আশা করছি।’

নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ আমার কাছে পৌঁছেছে। কপি হাতে পেয়ে আমি তাকে নোটিশের মাধ্যমে অবহিত করেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ