ডাকসু নির্বাচনে বিজয়ে উল্লসিত হওয়ার কিছুই নেই: শিশির মনির
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শিশির মনির বলেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ে অতি উল্লসিত হওয়ার কিছুই নেই। সবই সাময়িক।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আইনজীবী শিশির মনির লেখেন, ‘জয়-পরাজয় ছিল, আছে এবং থাকবে। অতি উল্লসিত হওয়ার কিছুই নাই। আবার একেবারে ভেঙে পরারও কিছু নাই। সবই সাময়িক। ব্যক্তিত্ব-নেতৃত্ব-কর্মই আসল বিবেচ্য বিষয়। সকলের জন্যই শুভ কামনা।’
এবারের ডাকসু নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে