শুধু বগুড়া নয়, ১৭ বছর গোটা বাংলাদেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
শুধু বগুড়া নয়, গত সতের বছর ধরে গোটা বাংলাদেশই বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে শুধু বগুড়াকে নয়, সমগ্র বাংলাদেশকে সঙ্গে নিয়েই উন্নয়নমুখী কাজ করা হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমি বগুড়ার প্রার্থী হিসেবে নয়, বগুড়ার সন্তান হিসেবেই আপনাদের কাছে পরিচিত হতে চাই। বগুড়াবাসী একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শুধু নিজের এলাকার কথা নয়, গোটা দেশের অগ্রযাত্রা নিয়েই আমাদের ভাবতে হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যেন অন্য কোনো এলাকার মানুষ বঞ্চিত না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যে অবস্থানে ছিলাম, আজকের অবস্থান তার থেকে ভিন্ন। সে সময় বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বর্তমানে শুধু একটি জেলা নয়, সমগ্র বাংলাদেশকে সমান গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’
আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, ‘ঘরের ছেলে হয়ে ঘরের মানুষদের সামনে কী বলবো, বুঝতে পারছি না। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই, যেন আমাকে নিয়ে আপনারা গর্ব ও অহংকার করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘গত ১৫–১৬ বছরে মেগা প্রকল্পের নামে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে যেভাবেই হোক দুর্নীতির পথ বন্ধ করা হবে।’ চাকরি-বাকরি ও ব্যবসা-বাণিজ্য সব কিছুই যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রায় দুই দশক পর বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়ায় পা রাখেন তারেক রহমান। বিকেল থেকেই জনসভাস্থলে নেতা-কর্মীদের ঢল নামে। এর আগে তিনি রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাটে নির্বাচনী জনসভা ও পথসভায় অংশ নেন।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ গণদোয়া অনুষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে