ইরানে মার্কিন হামলা: উত্তর কোরিয়ার কড়া প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একে 'জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে।
রোববার (২২ জুন) আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, 'একটি স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে চরমভাবে পদদলিত করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।'
তিনি দাবি করেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন ও উৎসাহ দিয়ে বিশ্বব্যাপী সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় পারস্পরিক নির্ভরতার বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান শুধু প্রতিবাদের ভাষা নয়, বরং মধ্যপ্রাচ্যকেন্দ্রিক একটি নতুন ভূরাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত বহন করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে