রাশিয়ায় আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা আরও বাড়তে চলেছে। এবার অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে কুরস্ক অঞ্চল পুনর্দখলের সহায়তায় উত্তর কোরিয়া প্রায় ১২ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। নতুন করে আরও ৩০ হাজার সেনা পাঠালে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সামরিক উপস্থিতি প্রায় তিনগুণ বেড়ে যাবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ান সেনাদের জন্য অস্ত্র, প্রশিক্ষণ, গোলাবারুদ ও সরঞ্জামের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে।
একই সময়ে উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে একটি বড় ধরনের জাহাজ ও কার্গো বিমান অবতরণ করতে দেখা গেছে, যা ২০২৩ সালে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা।
এদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) গত সপ্তাহে সতর্ক করেছে- চলতি জুলাই বা আগস্টের মধ্যেই উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা ও অস্ত্র পাঠাতে পারে। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা নিচ্ছে রাশিয়া, যেখানে উত্তর কোরিয়ার সেনাদেরও সরাসরি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
সামরিক বিশ্লেষকরাও আশঙ্কা করছেন, যুদ্ধক্ষেত্রে দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটিয়ে আবারও গ্রীষ্মেই পূর্ণমাত্রায় আক্রমণে নামতে পারে রাশিয়া। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অতিরিক্ত সেনা মোতায়েন যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে