Views Bangladesh Logo

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যু নিশ্চিত করেছে। ওয়াটসন বহু দশক ধরে এই গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলিত হয়ে ডিএনএ’র দ্বি-সর্পিল গঠন শনাক্ত করেন। এই আবিষ্কার আণবিক জীববিজ্ঞানে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত।

ওয়াটসন, ক্রিক ও মরিস উইলকিনস ১৯৬২ সালে ডিএনএ আবিষ্কারের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তবে তার পরে জাতি ও বুদ্ধিমত্তা সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের কারণে তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়। একাধিক মন্তব্যের পর তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির গুরুত্বপূর্ণ পদবি হারান এবং বৈজ্ঞানিক সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করেন।

ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিল মাসে শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্রিকের সঙ্গে ডিএনএ নিয়ে গবেষণা চালান। যুগান্তকারী এই আবিষ্কারের পর ওয়াটসন নিউ ইয়র্কে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন এবং প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষ বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ