Views Bangladesh Logo

মিরপুরে আতশবাজি থেকে ভবনে আগুন লাগার কোন তথ্য নেই: ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরে ফানুস এবং আতশবাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে আগুন জ্বলছে। সেখানে বলা হয়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭-এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

তবে, এব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের হটলাইনে কল দিলে কর্মকর্তা মো রাকিব জানান, এখন পর্যন্ত এব্যাপারে তাদের কাছে কোন নির্দিষ্ট তথ্য নেই।

এদিকে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর (ডিএমপি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ