Views Bangladesh Logo

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: অতিরিক্ত কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্বিশের জুলাই আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

সোমরার (১৭ নভেম্বর ) সাংবাদিকদের কথা বলেন অতিরিক্ত কমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মামলার রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নাগরিকরা নগরে স্বাভাবিক চলাফেরা করছেন।

সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের প্রধান ফটকে দেখা গেছে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের সঙ্গে পুলিশের সশস্ত্র বাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে কঠোর নিরাপত্তা সত্ত্বেও রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে চলেছে গণপরিবহন, মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহন।

যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক ইউনিটকে মাঠে মোতায়েন করা হয়েছে। রোববার রাত থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ