ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার সুযোগ নেই: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। তবে ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
মামুনুল হক বলেন, শুরু থেকেই যে প্রক্রিয়ায় আসন বণ্টন হয়েছে, সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন অংশ না নেওয়ায় বাকি ৪৭টি আসন সমঝোতার ভিত্তিতে বণ্টন করা হবে। যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।
তিনি জানান, সমঝোতাকৃত আসনগুলোতে সংশ্লিষ্ট দলের প্রার্থী ছাড়া অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। এ প্রক্রিয়া ঐক্যবদ্ধভাবেই সম্পন্ন হবে।
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন সমঝোতায় না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র আছে বলে মনে করেন না। সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে তিনি নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন।
ইসলামী আন্দোলন সমঝোতা থেকে সরে যাওয়ায় আসন্ন নির্বাচনে প্রভাব পড়বে কি না—এ বিষয়ে মামুনুল হক বলেন, ঐক্যের আহ্বান থেকে দলগুলো সরে যায়নি। তাই নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে