গ্রেনেড হামলা মামলায় পুনঃতদন্তের প্রয়োজন নেই : আপিল বিভাগ
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস চূড়ান্তভাবে বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আদালত জানিয়েছে, মামলায় নতুন করে কোনো পুনঃতদন্তের প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামি মুফতি হান্নানের স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল। এক ব্যক্তির স্বীকারোক্তির ওপর সব আসামিকে দণ্ডিত করা যায় না। মামলায় সঠিকভাবে তদন্ত না হওয়া সত্ত্বেও নতুন তদন্তের প্রয়োজন নেই।
এই রায়ের মাধ্যমে হাইকোর্টের পূর্বের ‘পুনঃতদন্তের নির্দেশনা’ বাতিল করা হয়েছে। ফলে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত সব আসামির খালাস চূড়ান্তভাবে বহাল থাকল।
আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন আওয়ামী লীগ নেতা ও কর্মী নিহত হন। হামলায় শেখ হাসিনা সহ আরও অনেকে আহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।
২০১৮ সালে বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। পরে হাইকোর্টে আপিলে সব আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে সেই রায় চ্যালেঞ্জ করলে আজ তা বাতিল করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে