Views Bangladesh Logo

ভারতের সঙ্গে বিএনপির গোপন চুক্তির প্রশ্নই ওঠে না: মাহদী আমিন

ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে—এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, এটি একটি অপপ্রচার ছাড়া কিছুই নয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। ভারতের সঙ্গে গোপন কোনো চুক্তির প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতার করা অভিযোগ চরম মিথ্যাচার। এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি জানান, আজ রাতেই তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামীকাল তিনি চট্টগ্রামসহ চার জেলায় জনসভায় বক্তব্য দেবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে এক দলীয় কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তিনটি শর্তে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই অভিযোগের জবাব দিতেই মূলত সংবাদ সম্মেলন করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ