Views Bangladesh Logo

পুতিন-জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা নেই : রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন সংবাদমাধ্যমে আলোচিত এই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় বসতে হলে আগে প্রয়োজনীয় এজেন্ডা ও সমঝোতা চূড়ান্ত হতে হবে। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া শুরুই হয়নি।

গত শুক্রবার এনবিসি’র সাংবাদিক ক্রিস্টেন ওয়েকারের সঙ্গে এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, 'প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক নিয়ে কোনো প্রস্তুতি নেই। এ ধরনের বৈঠকের আগে এজেন্ডা নির্ধারণ জরুরি, অথচ এখনও কোনো দিকেই অগ্রগতি হয়নি।'

তিনি আরও বলেন, বৈঠক আয়োজনের আগে ওয়াশিংটন ও কিয়েভকে ন্যাটো সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ একাধিক নীতিগত বিষয়ে অন্তত প্রাথমিক সমঝোতায় আসতে হবে। কিন্তু জেলেনস্কি এসব বিষয়ে নেতিবাচক অবস্থান ধরে রেখেছেন।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি কূটনৈতিক তৎপরতা বেড়েছে। গত ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পুতিন। তিন দিন পর, ১৮ আগস্ট ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

এরপর ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসনের উদ্যোগে শিগগিরই পুতিন ও জেলেনস্কিকে মুখোমুখি আনার পরিকল্পনা চলছে এবং যুক্তরাষ্ট্রই সেই বৈঠকের আয়োজক হতে পারে। তবে রাশিয়ার পক্ষ থেকে ল্যাভরভ এবার স্পষ্ট জানালেন, আলোচনার বাস্তব কোনো ভিত্তি এখনো তৈরি হয়নি।

ল্যাভরভ আরও সমালোচনা করে বলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক আসলে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ‘একটি ব্যর্থ প্রচেষ্টা’ ছাড়া কিছুই নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ