Views Bangladesh Logo

‘জুলাই গণহত্যা’ মামলায় কাউকে ছাড় দেয়া হবে না: চিফ প্রসিকিউটর

ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জুলাই গণআন্দোলনে গণহত্যায়’ দায়ী কাউকে ন্যায়বিচার এড়াতে দেয়া হবে না। ট্রাইব্যুনালের কার্যক্রম বাধাহীনভাবে চলবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার (১১ আগস্ট) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেন, ‘মানবতাবিরোধী নৃশংসতায় জড়িত সবাইকে বা যে কেউ বিচারিক প্রক্রিয়া ব্যাহতের চেষ্টা চালালে কঠিন পরিণতি ভোগ করতে হবে’। ‘এসব অপরাধ যারা করেছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না’- দৃঢ়ভাবে বলেন তিনি।

এর আগে জুলাই-আগস্ট গণআন্দোলনে পুরান ঢাকার চানখাঁরপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন তাজুল ইসলাম। পরে মামলাটিতে সাক্ষ্য দেন প্রথম সাক্ষী নিহত আনাসের বাবা পলাশ। সাক্ষ্য দিতে এসেছিলেন আনাসের মাও।

ব্রিফিংয়ে ন্যায়বিচারের প্রতি সরকারের অঙ্গীকারে জোর দিয়ে তাজুল ইসলাম বলেন, ‘দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য প্রাণ দেয়া তরুণদের পরিবার এখনও বেঁচে আছে। তাদের সাক্ষ্যের মাধ্যমে দেড় হাজারেরও বেশি নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা হবে’।

তাজুল ইসলাম বলেন, ‘অনেকে মনে করেছিলেন, ‘গণহত্যা’ চালিয়ে পার পাওয়া কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে। তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, যারা অপরাধ করেছেন, তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না’।

১৪ জুলাই পলাতক চারজনসহ আটজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে এ মামলার বিচার শুরু হয়। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চারজন আসামি হলেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতকরা চারজন হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট চাঁনখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ