Views Bangladesh Logo

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আর জুলুম চলবে না: সিলেটে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার ও জুলুম আর চলবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে সিলেট-৬ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। জনসভায় তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট বিজয়ী হলে কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি চলবে না, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে না। ব্যবসা চালাতে বা বাড়িঘর নির্মাণে কাউকে আর চাঁদা দিতে হবে না।

তিনি আরও বলেন, আমাদের আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের সোনার ও ইনসাফের বাংলাদেশ।

মামুনুল হক বলেন, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক দলগুলো একত্র হয়ে এই নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। এই জোট বিজয়ী হলে কোনো একক দল বা ব্যক্তির বিজয় হবে না, বরং বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের, বিজয় হবে বাংলাদেশপন্থার।

তিনি বলেন, এত শহীদের আত্মত্যাগের পরও যদি দেশকে ফ্যাসিবাদমুক্ত করা না যায়, যদি আবার চাঁদাবাজ ও ফ্যাসিবাদের হাতে দেশ চলে যায়, তাহলে আমরা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব।

মানুষ সব রাজনৈতিক দল ও নেতাদের কার্যক্রম দেখে বিরক্ত—এমন মন্তব্য করে তিনি বলেন, চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। এবার ইসলামপন্থীদের বাংলাদেশ। ভবিষ্যতে যারা চাঁদাবাজি বা গুণ্ডামির রাজনীতি করতে চাইবে, রাজপথেই তাদের প্রতিহত করা হবে।

গণভোট প্রসঙ্গে মামুনুল হক বলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাবেন না। তবে যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, জনগণ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে ও ফ্যাসিবাদের পক্ষে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দলের প্রয়োজন নেই। মানুষ জেগে উঠলে সব জালিম পালাতে বাধ্য হয়।

এর আগে সকালে হেলিকপ্টারযোগে গোলাপগঞ্জে পৌঁছান মাওলানা মামুনুল হক। সিলেটে প্রচারে আসার বিষয়ে তিনি বলেন, সিলেট-৬ আসনের সঙ্গে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনের রাজনৈতিক সংযোগ রয়েছে, কারণ সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের আমির।

জনসভায় সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ